প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড
২০২২ সালের প্রথম ধাপের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২২ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীরা।
পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে যথাসময়ে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের খুদে বার্তা পাঠানো হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহনকারী প্রথম ধাপের প্রার্থীরা আজ থেকে এই ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
Primary Assistant Teacher Admit Card 2022 Download Address
শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিলে যেসব জেলা ও উপজেলায় হবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইতিহাসে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ চাকুরী প্রত্যাশী। সে হিসাবে ১টি পদের জন্য প্রতিযোগি হবে ২৯ প্রার্থীর ।